স্থানীয় জনপ্রতিনিধি সহ সরকারের দৃষ্টি আকর্ষণ করলো ছাত্র সংগঠন আকসা
বরাক উপত্যকায় তেল ও গ্যাসের সম্ভার থাকা সত্ত্বেও সদিচ্ছার অভাবে উপত্যকায় তেল ও গ্যাস উত্তোলন করা হচ্ছে না মনে করে আকসা। মঙ্গলবার শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে আকসার মুখ্য উপদেষ্টা রূপম নন্দী পূরকায়স্থ উপত্যকায় তেল ও গ্যাস উত্তোলন না হওয়ার পিছনে আন্তর্জাতিক চক্রান্ত কাজ করছে বলে এদিন মন্তব্য করেন তিনি।
বরাক উপত্যকায় ওএনজিসির মাধ্যমে তেল ও গ্যাস উত্তোলন করা হলে উপত্যকার অর্থনৈতিক বুনিয়াদ মজবুত হওয়ার পাশাপাশি সরকারি রাজস্বের ও মুনাফা হবে বলে এদিন জানান তিনি। ওএনজিসি কর্তৃপক্ষের গাফিলতি সহ সরকারের সদিচ্ছার অভাবে বরাকে তেল ও গ্যাস উত্তোলন হচ্ছে না বলে মনে করেন আকসার কর্মকর্তারা।
রাজ্যের দুই কাগজ কলের মতো যাতে ওএনজিসির পরিণতি না হয় সেদিকে লক্ষ্য রাখতে এদিন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন সংস্থার কর্মকর্তারা। ওএনজিসিকে বাঁচাতে উপত্যকাবাসী সহ জনগণকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসার এদিন আহ্বান জানান সংস্থার কর্মকর্তারা l
Leave a comment