একনাগাড়ে বৃষ্টি,৫৫ নম্বর জাতীয় সড়কে ধস নেমে বন্ধ দার্জিলিঙ-শিলিগুড়ি সড়কপথ

< 1 - মিনিট |

আবহাওয়া দফতর জানিয়েছে আজও উত্তরবঙ্গ জুড়ে হবে বৃষ্টি

KRC Times Desk

প্রবল  বৃষ্টিপাতের কারণে ধস নামল দার্জিলিঙের রাস্তায়। শুক্রবার সকালে কার্শিয়াঙের তিনধারিয়ায় ৫৫ নম্বর জাতীয় সড়কে ধস নেমেছে।ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে জাতীয় সড়কের বড় অংশ। ধস নামার পরেই শিলিগুড়ির সঙ্গে দার্জিলিঙের সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

একশোর কাছাকাছি পেট্রোল, উড়িষ্যাতেও ডিজেল একশো পার

জানা গেছে ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে টয়ট্রেনের লাইনও । কয়েকশো মিটার রেল লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। আপাতত বন্ধ রয়েছে দার্জিলিঙ থেকে শিলিগুড়ি যাওয়ার মূল রাস্তা।  যদিও শিলিগুড়ি থেকে দার্জিলিঙ যেতে রোহিণী মিরিক হয়ে যাওয়ার রাস্তা খোলা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে আজও উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টি হবে।

নাগাল্যাণ্ড পুলিশের ব্যতিক্রমী প্যারেড, নেট দুনিয়ায় ভাইরাল

স্থানীয় সূত্রে খবর বৃহস্পতিবার সন্ধ্যা থেকে প্রবল বৃষ্টি হয়। শুক্রবার সকাল পর্যন্ত সেই বৃষ্টি চলে দার্জিলিঙ, কালিম্পঙ, আলিপুরদুয়ারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতেও। ঝাড়খণ্ডে ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেখার জন্য বৃষ্টি চলবে বঙ্গে। চলতি সপ্তাহে হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে সব জেলাতেই। এদিন দার্জিলিঙের রাস্তায় ধস নামায় সমস্যার সম্মুখীন সাধারণ মানুষ।

কাছাড় ও নগাঁও কাগজ কলের মতো যাতে ওএনজিসির পরিণতি না হয়

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *