কাছাড়ে ৪ জুলাই পর্য্যন্ত বহাল থাকছে পূর্ববর্তী নিয়ম, কামরূপ মেট্রো ও হাইলাকান্দিতে কিছুটা শিথিলতা
২৭ জুন থেকে ৪ জুলাই এক সপ্তাহের জন্য রাজ্যে নতুন কভিড নিয়ম বলবৎ হতে যাচ্ছে। শুক্রবার জনতা ভবনে এক প্রেস কনফারেন্সের মাধ্যমে এই কথা ঘোষণা করেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত।রাজ্যের বর্তমান সার্বিক করোনা পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
এদিনের প্রেস কনফারেন্সে স্বাস্থ্যমন্ত্রী জানান যে রাজ্যের ২৪৭ টি এমন হটস্পট চিহ্নিত করা হয়েছে যেখানে সংক্রমণ খুইব দ্রুত গতিতে ছড়াচ্ছে। এর বিপরীতে রাজ্যে ৪৫৮১ টি এলাকা এমন চিহ্নিত হয়েছে যেখানে গত এক সপ্তাহে গড়ে ১০ জনেরও কম লোক সংক্রমিত হয়েছেন।
এখন থেকে হাসপাতালের বাইরে হওয়া কোভিড মৃত্যুও নথিভুক্ত করতে হবে সরকারি পরিসংখ্যানে!
আগামী সোমবার থেকে উক্ত ২৪৭টি হটস্পটকে সম্পূর্ণ কন্টেইনমেন্ট জোন হিসাবে আইসোলেট করতে সংশ্লিস্ট জেলাশাসকদের ইতিমধ্যেই নির্দেশ পাঠানো হয়েছে। এছাড়াও উপরোক্ত ৪৫৮১ টি এলাকাতেও তীক্ষ্ণ নজর রাখা হবে।
তিনি আরও জানান বিশ্বনাথ, মরিগাঁও,গোলাঘাট ও গোয়ালাপারা এই চারটি জেলায় কভিড পরিস্থিতি আশঙ্কাজনক। এই জেলাগুলিতে দ্রুত বাড়ছে সংক্রমিতের সংখ্যা। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গোলাঘাট জেলার বোকাখাত সাব-ডিভিসন ও অন্য তিন জেলাকে আগামী ২৭ জুন থেকে এক সপ্তাহের জন্য সম্পূর্ণরূপে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। শুধুমাত্র জরুরী পরিষেবা ছাড়া সবকিছুই বন্ধ থাকবে এইসব অঞ্চলে।
কাশ্মীরে কেন্দ্রের নতুন স্ট্র্যাটেজি, ডিলিমিটেশন করে তবেই ভোট
অপরদিকে কামরঊপ মেট্রো ও হাইলাকান্দি জেলাতে নিয়ম কিছুটা শিথিল করা হয়েছে। দোকানপাট,ব্যবসা প্রতিষ্ঠান বিকাল ৩ টা পর্য্যন্ত খোলা রাখা যাবে, এবং বিকাল ৪টা থেকে কভিড কার্ফু বলবৎ হবে উল্লিখিত অঞ্চলে।
কাছাড় ও করিমগঞ্জের ক্ষেত্রে পূর্বের নিয়মই বহাল থাকবে।
উল্লেখ্য যে, স্বাস্থ্যমন্ত্রী জানান যারা ভ্যাক্সিনের দুটো ডোজই নিয়ে নিয়েছেন এখন থেকে তাদের এয়ারপোর্ট ও রেলওয়ে স্টেশনে কভিড টেস্ট করানোর প্রয়োজন পড়বে না।