প্রকাশিত হচ্ছে বিপ্লবী উল্লাসকর দত্তের আত্মজীবনী
ঔপনিবেশিক বৃটিশ শাসন আমলের মানসিকতা আজও তাড়া করে ফিরছে গোটা দেশকে! স্বাধীনতার 75 বছর পর এ থেকে বেরিয়ে আসাটাই চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ। চ্যালেঞ্জ হচ্ছে বিস্মৃত স্বাধীনতা যোদ্ধাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরার বিষয়টিও। সংঘের বক্তব্য, স্বাধীনতার পর 75 বছর অতিক্রান্ত । কিন্তু এখন পর্যন্ত দেশ বেরিয়ে আসতে পারে নি ঔপনিবেশিক শাসন আমলের মাইন্ড সেটআপ থেকে!গোটা দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের বিভিন্ন দিক ও বিষয় অতীতে গোপন করা হয়েছে! বহু স্বাধীনতা যোদ্ধার নামই অন্তর্ভুক্ত করা হয়নি ভারতের ইতিহাসে। এই সব অজানা ইতিহাস তুলে ধরাই সংঘের প্রধান লক্ষ্য। বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের বিভিন্ন বিষয় স্থানই পায় নি ইতিহাসের পাতায়। দেশের নাম করা ঐতিহাসিকরা ইচ্ছে করেই বাদ দিয়েছেন এই ইতিহাসকে। বিশেষ করে মনিপুরের মইরাং-এ 1944 সালে অবিভক্ত ভারতের প্রধানমন্ত্রী হিসেবে প্রথম পতাকা উত্তোলন করেন নেতাজি সুভাষচন্দ্র বসু। কিন্তু তা ইতিহাসের পাতায় লিপিবদ্ধ করা হয়নি।মনিপুর ও নাগাল্যান্ডের মাটিতে শহিদ হয়েছেন আজাদ হিন্দ ফৌজের 44 হাজার সেনা! কিন্তু তথাকথিত বামপন্থী ঐতিহাসিকরা( !)পক্ষপাতদুষ্ট হয়ে এইসব ইতিহাসকে তুলে ধরার তাগিদই অনুভব করেন নি!ফলে তাঁদের লেখনীর মধ্যে আসেনি উত্তর- পূর্বাঞ্চলের অনেক মনিপুরী, নাগা,ডিমাসা স্বাধীনতা যোদ্ধার নাম! বরাক উপত্যকা সহ সিলেটে স্বাধীনতা সংগ্রামের অগ্রনী যোদ্ধা ছিলেন বিশিষ্ট বাগ্মী বিপিনচন্দ্র পাল। কিন্তু স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদানের কথা আজকের প্রজন্ম কতটা জানেন? কতটা জানেন অগ্নিযুগের বিপ্লবী উল্লাসকর দত্ত সম্পর্কে? এসব বিষয় তুলে ধরার কাজে এবার হাত দিয়েছে সংঘ। প্রকাশ করা হবে তাঁদের জীবনী।”
শিলচর শহরে চরম অর্থ কষ্টে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অগ্নি যুগের অনুশীলন সমিতির বিপ্লবী নেতা উল্লাসকর দত্ত। তাঁর জীবনের বিভিন্ন অজানা দিক তুলে ধরে এবার বই প্রকাশ করতে চলেছে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ। খুব শিগগিরই প্রকাশ করা হবে বইটি। এ ছাড়াও উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের স্বাধীনতা যোদ্ধাদের অজানা তথ্য ও বীরগাথা তুলে ধরে বই প্রকাশ করার উদ্যোগ নেওয়া হয়েছে। কাজও চলছে জোর কদমে।
স্বাধীনতার পর 75 বছর অতিক্রান্ত হয়েছে। কিন্তু এখন পর্যন্ত ঔপনিবেশিক মাইন্ড সেটআপ থেকে বেরিয়ে আসা সম্ভব হচ্ছে না! দেশের সব ক্ষেত্রেই এখনও ঔপনিবেশিক শাসন আমলের মাইন্ড সেটআপ কাজ করছে। এ থেকে বেরিয়ে আসার ওপরই এখন বেশি গুরুত্ব আরোপ করছে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ। স্বাধীনতার অমৃত মহোৎসবে এটাই সংঘের সামনে অনেক বড় চ্যালেঞ্জ!”
Advertisement
Advertisements | 5E For Success