শিলচরে অস্বাভাবিক পুরকর , প্রতিবাদী আওয়াজ উঠল নাগরিক

< 1 - মিনিট |

পুর নিগম রূপায়ণ কি কর আদায়ের জন্য প্রশ্ন ছুড়ে দেন প্রাক্তন উপাচার্য তপোধীর বাবু।তিনি বলেন, অগণতান্ত্রিক ভাবে জনগণের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে পুরকর

চয়ন ভট্টাচার্য

শিলচর পুরসভার অস্বাভাবিক কর বৃদ্ধি প্রতিবাদে আওয়াজ উঠল নাগরিক সভা য়। গঠন হল নাগরিক যৌথ মঞ্চ।এদিন শহরের এক আভিজাত্ বিবাহ ভবনে শিলচর শহর কংগ্রেস কমিটির আহ্বানে এক নাগরিক সভা আয়োজিত হয়। প্রাক্তন উপাচার্য তপোধীর ভট্টাচার্যের পৌরোহিত্যে আয়োজিত ওই নাগরিক সভায় শহর বিভিন্ন জ্বলজ্যান্ত সমস্যার কথা তুলে ধরে শাসক সরকারের একতরফা মনোভাবের ভূমিকা প্রতিহত করতে পথে নামার আবশ্যকতা রয়েছে বলে মত ব্যক্ত করেন প্রবীণ ব্যক্তিরা।

পুর নিগম রূপায়ণ কি কর আদায়ের জন্য প্রশ্ন ছুড়ে দেন প্রাক্তন উপাচার্য তপোধীর বাবু।তিনি বলেন, অগণতান্ত্রিক ভাবে জনগণের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে পুরকর।

Students who are interested in publishing {subject to acceptance of the Editorial decision} their articles, video contents, photographs, etc in the Students’ Corner segment of KRC Times can write Students’ Corner, KRC Times. email: krctimes@gmail.com

এই নাগরিক সভা য় পুরসভার এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেন বিশিষ্ট বুদ্ধিজীবী সাংবাদিক অতীন দাশ। তিনি এই পদক্ষেপের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন। কিভাবে পুরসভার একজন এক্সিকিউটি অফিসার কর বৃদ্ধি করতে পারেন এই প্রশ্ন তলেন তিনি। সভা শেষে প্রাক্তন উপাচার্য সভাপতি ও সচিব পদে কংগ্রেস নেতা অতনু ভট্টাচার্যকে রেখে গঠিত হয় নাগরিক যৌথ মঞ্চ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *