প্রশিক্ষণ শেষ হওয়ার পর আয়ুষ মন্ত্রক, (ভারত সরকারের) উত্তীর্ণ প্রশিক্ষার্থী দের শংসাপত্র প্রদান করবে
ইয়াসি এবং নিরাময় দ্বারা যৌথভাবে আয়োজিত ‘যোগ স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ এবং সার্টিফিকেশন প্রোগ্রাম (Yoga Volunteer Training and Certification Programme)’, আজ সকাল ৬ টায় , শিলচর মালুগ্রাম ভৈরব বাড়ির, কমিউনিটি হলে শুরু হয়েছে। প্রশিক্ষক রাহুল চক্রবর্তী , শিডিউল অনুযায়ী , সকাল ৬টায় শিবির শুরু করেন।
আগামীকাল সকাল ৬টায় শেষ ‘স্পট অ্যাডমিশন’ গ্রহণ করা হবে।
এরপর প্রথম ব্যাচের ভর্তি বন্ধ করে দেওয়া হবে ।
প্রশিক্ষণ শেষ হওয়ার পর আয়ুষ মন্ত্রক, (ভারত সরকারের) উত্তীর্ণ প্রশিক্ষার্থী দের শংসাপত্র প্রদান করবে।
ক্যাম্প ইনচার্জ ও সহ-সভানেত্রী ,YASE (ইয়াসি)কেন্দ্রীয় কমিটি শিলচর, শ্রীমতি বন্দিতা ত্রিবেদী রায়ও ক্যাম্প আরম্ভ হওয়ার সময় উপস্থিত ছিলেন ও সবাই কে উৎসাহিত করেছেন ।
বিজ্ঞাপন