লামডিং এ ট্রেনের ধাক্কায় মৃত এক

< 1 - মিনিট |

বাজার করার জন্য ঘর থেকে বেরিয়ে আসার সময় এই ঘটনাটি সংঘটিত হয়

কে আর সি টাইমস ডেস্ক

লামডিং প্রতিনিধি – রেলের ধাক্কায় নিহত একজন ব্যক্তি ৷ লামডিঙে সংঘটিত হয়েছে এই ঘটনাটি ৷ লামডিং হরলংফার রেল ওয়ে ব্রিজের সামনে সংঘটিত হয় এই দূর্ঘটনাটি৷ মৃত ব্যক্তি জন হলো বিহার কৃষাণগঞ্জের নিবাসী শ্যামল মণ্ডল ৷

১৫৮১৮ নম্বর Donoy Polo এস্কপ্ৰেছ রেলের ধাক্কায় নিহত হওয়ার সন্দেহ করা হচ্ছে ৷ পরিবারের লোকের মতে বাজার করার জন্য ঘর থেকে বেরিয়ে আসার সময় এই ঘটনাটি সংঘটিত হয় ৷ ঘটনাস্থলীতে লামডিং রেল আরক্ষী আর রেল সুরক্ষা বাহীনির লোক উপস্থিত হয়ে মৃত ব্যক্তিজনের মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় ৷

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

For enquiries in NE India and West Bengal write to- krcfoundation@gmail.comment

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news