লামডিং শহরে মানব সমাজকে লজ্জানত করার ঘটনা সংঘটিত হয়

< 1 - মিনিট |

লামডিং ১নং হাতীখালি যুবকের যৌন নির্যাতনের বলি হল ১৫ বছরের একজন কিশোর

কে আর সি টাইমস ডেস্ক

লামডিং প্রতিনিধি: লামডিং ১নং হাতীখালি  যুবকের যৌন নির্যাতনের বলি হল  ১৫ বছরের একজন কিশোর।

দীপক গোর ওরফে বুতুল নামক একজন যুবকের বিরুদ্ধে  অঞ্চলটির ১৫ বছরের কিশোরকে যৌননিৰ্যাতন করাল অভিযোগ।

অভিযোগ অনুসারে  অভিযুক্ত দীপক গৌড় ওরফে বুতুল অঞ্চলটির ১৫ বছরের কিশোরকে আখ খেতিতে নিয়ে গিয়ে  যৌন নিৰ্যাতন করে।

ভুক্তভোগী কিশোরের পরিবারের লোকে সমগ্র ঘটনা  লামডিং আরক্ষীকে অবগত করে। বৰ্তমান অভিযুক্ত দীপক গৌড় ওরফে বুতুল পলাতক।

বিজ্ঞাপন

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news