সহ-সভাপতি টিংকু বৈদ্য, সম্পাদক রত্নাঙ্কূর ভট্টাচার্য
শিলচর বার সংস্থার সভাপতি নির্বাচনে পর পর দুবার বিজয়ী হলেন নীলাদ্রি রায়। নির্বাচনের ফলাফল ঘোষণার পর দেখা যায় তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শান্তনু নায়েককে ১০২ ভোটে হারিয়েছেন। সম্পাদক পদে বিজয়ী হলেন রত্নাংকুর ভট্টাচার্য। তিনি ৬২ ভোটে হারিয়েছেন আব্দুল হাই লস্করকে।
বার সংস্থার সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন টিংকু বৈদ্য। তিনি জিতেছেন ৮ ভোটে। যুগ্ম সম্পাদক পদে বিজয়ী হয়েছেন অমলাভ দাশ। সম্পাদক পদে বিজয়ী হয়েছেন অভিজিৎ কর । আজ গোটা দিন সাধারণ সভার পর ভোট গণনা শুরু হয়। সন্ধ্যার সময় ফলাফল ঘোষিত হয়।
বারের বার সংস্থার নির্বাচন নিয়ে গোটা শহর জুড়ে ছিল চর্চা। কারণ লড়াইটা হচ্ছিল নীলাদ্রি রায় ও শান্তনু নায়েকের মধ্যে। শান্তনু নায়েক এর আগেও বার সংস্থার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।
তাই তাকে একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরা হচ্ছিল। তবে তিনি এতটা ভোটে হেরে যাবেন এটা অনেকেরই ধারণার বাইরে ছিল। কারণ বিজেপির মনোভাবাপন্ন আইনজীবীরা তাকেই ভোট দেবেন এটা ধারণা করে নেওয়া হয়েছিল।
কিন্তু বাস্তবে দেখা গেল তিনি বিজেপি মনোভাবাপন্ন আইনজীবীদের ভোট একচেটিয়া ভাবে পাননি। সব সময়ই বার সংস্থার নির্বাচনে একটা সূক্ষ্ম দলীয় রাজনীতি থাকতো। কিন্তু এবার সেটা পরিলক্ষিত
হয়নি।
যার ফলে ভোটটা হয়েছে ব্যক্তি নির্ভর। আর এই লড়াইয়ের শেষ হাসি আসলেন নীলাদ্রি। পুরোপুরি রাজনীতির উর্ধ্বে উঠে এখানে ভোট দিয়েছেন আইনজীবীরা। সহ-সভাপতি টিংকু বৈদ্য নির্বাচিত হয়েছেন। এই আসনে লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি।।
সম্পাদক পদেও লড়াইটা সভাপতির পদের মতই হয়েছে এক পেশে। বিজয়ী ও পরাজিত প্রার্থীর মধ্যে ব্যবধান ছিল ৬২। নীলাদ্রি জানালেন, তার দায়িত্ব এখন আরো বেড়ে গেল। বার সংস্থার উন্নতির লক্ষ্যে তিনি কাজ করে যাবেন।
বিজ্ঞাপন