পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাউকে আদালত জামিন দেয়নি। পুলিশ হেফাজতে রাখা হয়েছে তাদের। সময়মত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিচ্ছেন খোদ মুখ্যমন্ত্রী
আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের আন্দোলন প্রত্যাহারের লিখিত আবেদন জানাল পশ্চিমবঙ্গ সরকার। বুধবার রাজ্যের স্বাস্থ্য দফতরের অতিরিক্ত মুখ্যসচিব রাজীব সিনহা একটি খোলা চিঠিতে জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছেন।
অতিরিক্ত মুখ্য সচিব লিখেছেন, এনআরএস হাসপাতালে দু’দিন আগে যে ঘটনাটি ঘটেছে তা রীতিমত দুঃখজনক। ইতিমধ্যে এ ব্যাপারে পর্যাপ্ত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। শুরু হয়েছে পুলিশি মামলা। পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাউকে আদালত জামিন দেয়নি। পুলিশ হেফাজতে রাখা হয়েছে তাদের। সময়মত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিচ্ছেন খোদ মুখ্যমন্ত্রী।
রাজীব সিনহা তাঁর আবেদনে লিখেছেন, আহত চিকিৎসক পরিবহ মুখোপাধ্যায়ের সব রকম চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য-সহ কিছু মন্ত্রী এবং পদস্থ অফিসারেরা তাঁকে দেখে এসেছেন। তাঁর বাড়ির লোকেদের সঙ্গে কথা বলেছেন। তাঁর চিকিৎসার সব দায়িত্ব নিয়েছে রাজ্য সরকার।
অতিরিক্ত মুখ্যসচিব লিখেছেন, প্রশাসনিক সব ব্যবস্থা যেখানে নেওয়া হয়েছে, চিকিৎসকদের আন্দোলন চালানোর আর প্রয়োজন নেই। রোগীদের কথা ভেবে আন্দোলন প্রত্যাহার করা হোক। নাগরিকদের কথা মাথায় রেখে অতি দ্রুত জুনিয়র ডাক্তাররা হাসপাতালে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনুন।