কোনও এলাকা থেকে মদ পাওয়া যায়, তবে আগামী ১০ বছরের জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মীদের কোনও থানায় পোস্টিং দেওয়া হবে না
বেআইনি মদের ব্যবসা রুখতে নজিরবিহীন পদক্ষেপ নিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার| বিহারের প্রতিটি জেলার সমস্ত থানাকে নিশ্চিত করতে হবে যে, সংশ্লিষ্ট থানা এলাকায় বেআইনি মদের ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে| বিহার পুলিশকে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার নির্দেশ দিয়েছেন, সমস্ত থানা থেকে তা যেন লিখিয়ে নেওয়া হয়| এ পর্যন্ত সব কিছু ঠিকঠাকই ছিল| একইসঙ্গে নীতিশ কুমারের কড়া নির্দেশিকা, এরপরও যদি কোনও এলাকা থেকে মদ পাওয়া যায়, তবে আগামী ১০ বছরের জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মীদের কোনও থানায় পোস্টিং দেওয়া হবে না|