এনআরএস কাণ্ডে উদ্বেগ প্রকাশ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

< 1 - মিনিট |

ডাঃ হর্ষ বর্ধন পশ্চিমবঙ্গে চিকিৎসকদের উপর হিংসার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। নিরাপদ পরিবেশে চিকিৎসকেরা যাতে কাজ করে যেতে পারে, তা একান্ত জরুরি।

কে আর সি টাইমস ডেস্ক

এনআরএসে চিকিৎসক নিগ্রহ কাণ্ডে এবার নিন্দায় সরব হলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ হর্ষ বর্ধন। রোগী এবং চিকিৎসকদের উত্তেজিত না হওয়ার জন্য আবেদন জানিয়েছেন তিনি। 

বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে ডাঃ হর্ষ বর্ধনের এক বিবৃতি প্রকাশিত হয়। সেখানে তিনি বলেন, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডাঃ হর্ষ বর্ধন পশ্চিমবঙ্গে চিকিৎসকদের উপর হিংসার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। নিরাপদ পরিবেশে চিকিৎসকেরা যাতে কাজ করে যেতে পারে, তা একান্ত জরুরি। চিকিৎসকেরা হচ্ছে সমাজের গুরুত্বপূর্ণ স্তম্ভ। কঠিন এবং চাপের মধ্যে চিকিৎসকদের কাজ করতে হয়। ফলে রোগী এবং রোগীর পরিজনেদের উচিত সংযত আচরণ বজায় রাখা। 

উল্লেখ করা যেতে পারে রোগী মৃত্যুর ঘটনাকে ঘিরে উত্তাল হয়ে ওঠে এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বর। মৃত রোগীর পরিজনেদের হাতে আহত হন এক চিকিৎসক। তার জেরে সোমবার রাত থেকে কর্মবিরতি শুরু করে এনআরএসের জুনিয়র চিকিৎসকেরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news