দুপুর তিনটা থেকে শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে নৃত্য, আবৃত্তি, গান, নাটক পরিবেশন ও প্রদর্শনের মাধ্যমে ভাষা শহীদদের স্মরণ করা হয়
শিলচর : মাতৃভাষার মর্যাদা রক্ষার আন্দোলনের শহীদদের আত্মবলিদানের গৌরবজ্জ্বল দিন ১৯ শে মে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করে এ আই ডি এস ও, এ আই ডি ওয়াই ও, এ আই এম এস এস এবং কিশোর কিশোরী সংগঠন কমসোমলের কাছাড় জেলা কমিটি। এ’উপলক্ষ্যে আজ সকাল সাড়ে ছয়টায় শিলচর রেলস্টেশনে ও সকাল আটটায় শিলচরের শ্মশানেস্থীত শহীদ স্মৃতি স্তম্ভে মাল্যদান করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এ আই ডি এস ও’র জেলা সভাপতি স্বাগতা ভট্টাচার্য, সহ-সভাপতি প্রশান্ত ভট্টাচার্য, সম্পাদক গৌর চন্দ্র দাস, কোষাধ্যক্ষ পল্লব ভট্টাচার্য, এ আই ডি ওয়াই ও’র পক্ষে বিজিত কুমার সিংহ, পরিতোষ ভট্টাচার্য, এ আই এম এস এস এর পক্ষে খাদেজা বেগম লস্কর প্রমুখ।
দুপুর দেড়টায় সংগঠনগুলির যৌথ উদ্যোগে রাঙ্গিরখাড়িস্থিত ভাষা শহীদ বেদীর পাদদেশ থেকে একটি মিছিল বের হয়ে গান্ধীবাগের শহীদ মিনারে পৌঁছায়। সেখানে কমসোমলের পক্ষ থেকে ভাষা শহীদদের ‘গার্ড অব ওনার’ প্রদর্শন করা হয়। এছাড়াও সেখানে সংযোগগুলির পক্ষ থেকে শহীদ স্তম্ভে মাল্যদান করা হয়। দুপুর তিনটা থেকে শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে নৃত্য, আবৃত্তি, গান, নাটক পরিবেশন ও প্রদর্শনের মাধ্যমে ভাষা শহীদদের স্মরণ করা হয়। সংগঠনগুলির আমন্ত্রণে সাড়া দিয়ে কোরাস সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে অনুষ্ঠানে পথনাটক প্রদর্শন করা হয়।
সংগঠনের সর্ব ভারতীয় কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য হিল্লোল ভট্টাচার্য এবং জেলা সম্পাদক গৌর চন্দ্র দাস ক্ষুদিরাম মূৰ্তির পাদদেশে উপস্থিত ছাত্র ছাত্রী ও ভাষা প্রেমী জনগণের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তারা বলেন ১৯৬১ সালের ঐতিহাসিক মাতৃভাষা আন্দোলনের শহীদদের আত্মবলিদানে অর্জিত অধিকার আবারও কেড়ে নেওয়ার পরিকল্পনা চলছে। ভাষা আইনের ৫ নং ধারাকে উলঙ্ঘন করে বরাক উপত্যকার বিভিন্ন সরকারি কাজে বাংলা ভাষার প্রয়োগ করা হচ্ছে না বলে অভিযোগ উঠছে। অভিযোগ উত্থাপিত হচ্ছে যে পাঠ্যপুস্তক, সরকারি বিজ্ঞাপনে বাংলা ভাষার পরিবর্তে চক্রান্ত করে অসমীয়া ভাষার প্রয়োগ ঘটানো হচ্ছে।
তিনি বলেন কোন ভাষা জোর করে চাপিয়ে দিয়ে জনসাধারণকে শেখানো যায় না। মাতৃভাষা ছাড়া অন্য ভাষা মানুষ নিজের প্রয়োজনে শেখে। জোর করে চাপিয়ে দিতে গেলে তার ফল হয় বিপরীত। তিনি সবাইকে মাতৃভাষার মর্যাদা রক্ষার আন্দোলনে এগিয়ে আসতে আহ্বান জানান। আজ এছাড়াও সংগঠনগুলির পক্ষ থেকে ধোয়ারবন্দ, শ্রীকোনা, দুধপাতিল, তারাপুর, আশ্রম রোড, কনকপুর সহ বিভিন্ন স্থানে ভাষা শহীদ দিবস পালন করা হয়।