শিক্ষকদের ড্রেসকোড সময়োপযোগী সিদ্ধান্ত

< 1 - মিনিট |

পোশাকে আশাকে যদি শিক্ষকরা শালীন‌ না থাকেন তাহলে ছাত্র-ছাত্রীরাইবা কিভাবে শালীন হবে

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : শিক্ষকদের ড্রেস কোড দিয়েছে রাজ্য সরকার ।এটা খুব ভালো কথা। পোশাকে আশাকে যদি শিক্ষকরা শালীন‌ না থাকেন তাহলে ছাত্র-ছাত্রীরাইবা কিভাবে শালীন হবে। প্রতিটি পেশার তার একটা নিজস্ব পোশাক থাকে। এতে একটা নিয়মানুবর্তিতার মধ্যে রাখা যায় এক বৃহৎ সংখ্যক মানুষকে। যদিও শিক্ষকতা সেই ভাবে রেজিমেন্টেশনের পর্যায়ে পড়ে না ।কিন্তু তারপরও কিছু নির্দিষ্ট নিয়ম নীতি মেনে চলতে হয়।

অন্তত পক্ষে পোশাকে আশাকে একটা শালীন ভাব শিক্ষকদের থাকাটা খুব প্রয়োজন। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই পড়ুয়ারা তাদের শিক্ষকদের অনেক কিছুই অনুকরণ করতে চান। অতএব ইচ্ছা থাকলেও অনেক সতর্ক হয়ে চলতে হয় শিক্ষক সমাজকে। তবে শুধুমাত্র ড্রেস কোড বেঁধে দিলেই হবে না শিক্ষকদের একাংশের ক্লাস ফাঁকি দেওয়ার যে একটা প্রবণতা সেটাও বন্ধ করতে হবে। তার জন্য একটা করা নিয়ম নীতি নেওয়া প্রয়োজন।

এখন এটা মানতে হবে যে শিক্ষকতার মান আগের চাইতে অনেক উন্নত হয়েছে। কিন্তু নানা কারণে সরকারি স্কুলে ফলাফল আশানুরূপ হচ্ছে না। অতএব ড্রেসকোড এর সঙ্গে সঙ্গে আরও কিছু নিয়ম-নীতি চালু করা উচিত যাতে প্রতিটি স্কুলে অন্তত পক্ষে শিক্ষার উৎকর্ষতা বৃদ্ধি পায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *