লক্ষীপুর শ্রী শ্রী লোকনাথ সেবা সমিতির উদ্যোগে ১৩৩ তম তিরোধান দিবস বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হবে
শিলচর : লক্ষীপুর শ্রী শ্রী লোকনাথ সেবা সমিতির উদ্যোগে আগামী ১৯ শে জৈষ্ঠ্য লোকনাথ ব্রহ্মচারীর ১৩৩ তম তিরোধান দিবস বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হবে । মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন ডেকে এই কথা গুলি জানান সেবা সমিতির কর্মকর্তারা । এই তিরোধান দিবস উপলক্ষে যেসকল কার্য্যসূচি হাতে নেওয়া হয়েছে তার মধ্য রয়েছে ১৮ ই জৈষ্ঠ্য সন্ধ্যআ ৪টা ৩০ মিনিটে ভক্তগন দ্বারা জলপূর্ন মঙ্গলঘট আনয়ন।
৮টায় মঙ্গলঘট স্থাপন তৎপর শুভ অধিবাস। পরদিন ১৯ জৈষ্ঠ ভোর ৪টা ৩০ মিনিটে মঙ্গলআ আরতি ও কীর্তনের শুভারম্ভ। ১২ টায় ভোগারতি, ১ টা হইতে মহাপ্রসাদ বিতরন, সন্ধ্যা ৬ টায় নগর পরিক্রমা এবং রাত্রি ৭ টায় পূর্না কীর্তন আরম্ভ। উক্ত অনুষ্ঠানে সবার উপস্থিতি ও সাহায্য সহযোগিতা কামনা করেছেন লোকনাথ সেবা সমিতির প্রত্যেক সদস্যবৃন্দ। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন লক্ষীপুর লোকনাথ সেবা সমিতির সভাপতি কাজল মালাকার, সম্পাদক অসীম রায় ,পুলক চন্দ,চম্পা দাস ,পূরবী চক্রবর্তী,পম্পা দেব , বিশ্বজিৎ রায়, পম্পা পাল ,গীতা রায় , দেবজিত রায় ,সহ অন্যান্যরা।