শিলচর | শপিং মলের ট্রায়াল রুমে যুবতীর পোশাক পরিবর্তনের ভিডিও ধারণ করার অভিযোগে গ্রেপ্তার মল কর্মী

< 1 - মিনিট |

খুব সাবধানে মোবাইল অন করে ভিডিও নেওয়ার চেষ্টা করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে বিকাশ

অজিত দাস

শিলচরের ম্যাক্স শপিংমলের চেঞ্জিং রুমে দুই মহিলা ক্রেতার কাপড় পরিবর্তনের দৃশ্য ভিডিও তোলার চেষ্টা করেছে ওই মলেরই এক কর্মী বিকাশ ঘোষ নামের পুরুষ কর্মী l খুব সাবধানে মোবাইল অন করে ভিডিও নেওয়ার চেষ্টা করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে বিকাশ । এরপর পুলিশ ডাকা হয় এবং বিকাশ ঘোষকে তুলে নিয়ে যায় সদর পুলিশ।

দুই যুবতী ক্রেতা মেডিকেল বিভাগের ছাত্রী এবং শিলচর ডনবোস্কো স্কুলের প্রাক্তনী। তারা জানান, সন্ধে সাতটা কুড়ি নাগাদ তারা মলের দোতালায় ড্রেসিংরুমে কাপড় ট্রায়াল করছিলেন। হঠাৎ তারা দেখতে পান একজন গোপনে ভিডিও নেওয়ার চেষ্টা করছে সঙ্গে সঙ্গে তাকে হাতেনাতে ধরে ফেলেন তারা l

বিকাশ ঘোষ স্বীকার করেছে, যে সে ভিডিও তোলার চেষ্টা করেছিল কিন্তু সেটা তুলতে পারেনি। সে বলে, বহু তরুণ তরুণী রা ট্রায়াল করার নামে কাপড় চুরি করে বলে তাদের কাছে খবর রয়েছে। তাই কেউ বেশি ট্রায়াল করলে তারা একটু চোখ রাখেন ,তবে ভিডিও করাটা কতটুকু গ্রহণ যোগ্য সেটা আইনি প্রক্রিয়ায় বেরিয়ে আসবে । ঐদিন সন্ধ্যায় তার ওই দুই যুবতী ক্রেতার ওপর সন্দেহ হয়েছিল এবং সুরক্ষার খাতিরে কাজটি করতে গেছিল বলে সংবাদমাধ্যমকে জানায় বিকাশ l

এদিকে দুই যুবতী ক্রেতারা জানিয়েছেন, তারা ছেলেটির বিরুদ্ধে সদর থানায় একটি মামলা করেছেন l ম্যাক্স শপিং মলের কর্তৃপক্ষ জানিয়েছেন বিষয়টিকে তারা গুরুত্ব দিয়ে দেখবেন এবং যদি দেখা যায় বিকাশ ঘোষ কোনও অসৎ উদ্দেশ্য নিয়ে কাজটি করেছিল, তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *