মশাল মিছিলের পর মহিলারা সমবেত হয়ে সরকারের কাছে শান্তি ফেরানোর দাবিতে সরব হন
শিলচর : মনিপুরে দাঙ্গা নিয়ন্ত্রণে কেন্দ্র সরকারের হস্তক্ষেপের দাবিতে বিশাল মশাল মিছিলে নামলেন প্রতিবেশী রাজ্য শিলচরের রামনগর টুকুমৈরাপাবী লুপ সংগঠনের প্রতিবাদী কয়েক শতাধিক মহিলারা। বুধবার সন্ধ্যোয় ওই মহিলা সংগঠনের কর্মকর্তারা এক বিশাল মিছিল করে কেন্দ্রিয় সরকারের কড়া হস্তক্ষেপ কামনা করেন।তাছাড়াও কেন্দ্রিয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন প্রতিবাদী মহিলারা।
প্রতিবেশী রাজ্য মণিপুরে একের পর এক হিংসাত্মক ঘটনা সহ হত্যাকাণ্ডের পরও মোদী সরকারের সন্ধেহজনক ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন তারা।ওই দিন মশাল মিছিলের পর মহিলারা সমবেত হয়ে সরকারের কাছে শান্তি ফেরানোর দাবিতে সরব হন।নতুবা গণহত্যা রোধে সরকারের ব্যর্থতার বিরুদ্ধে মানবিকতার ডাকে দেশজুড়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার শেষ হুঙ্কার ছুড়ে দেন মৈরাপাবির কয়েক শতাধিক মহিলারা।