জওহরলাল নেহেরুর ৬০ তম মৃত্যু দিবস পালিত হয় শিলচর ইন্দিরা ভবনে

< 1 - মিনিট |

কাছাড় জেলা কংগ্রেসের উচ্চপদস্থ কর্মীরা প্রয়াত পন্ডিত জওহরলাল নেহেরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন

অজিত দাস

শিলচর : জওহরলাল নেহেরুর ৬০ তম মৃত্যু দিবস পালিত হয় শিলচর ইন্দিরা ভবনে l শনিবার কাছাড় জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে শিলচর ইন্দিরা ভবনে ভারতের প্রথম প্রধান মন্ত্রী প্রয়াত জওহরলাল নেহেরুর ৬০তম মৃত্যু দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয় l

এদিন প্রথমে কাছাড় জেলা কংগ্রেসের উচ্চপদস্থ কর্মীরা প্রয়াত পন্ডিত জওহরলাল নেহেরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন l তারপর ইন্দিরা ভবন সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় l এদিনের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উধারবন্দের প্রাক্তন বিধায়ক অজিত সিং ,জেলা কংগ্রেসের প্রচার সম্পাদক সঞ্জীব রায় ,অরুণ দত্ত মজুমদার সহ জেলা কংগ্রেস কমিটির বরিষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন l

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *