উনারা জানান সরকার যে পথে যায় যাক না কেন জনগণকে একজোট করে ধাপে ধাপে আন্দোলন করা হবে
শিলচর : মিজোরামে আমিজোদের উপর অত্যাচারের বিরুদ্ধে এবার গোটা বরাক উপত্যকায় বিভিন্ন সংগঠন এক একটা করে আন্দোলনের পথে সুশীল সমাজ। শনিবার শিলচরে একটি হোটেলে এক সভার আয়োজন করেন আমরা বাঙালি ইউথ এ গেস্ট সোসিয়াল ইভিলস। সেই সভায় বরাক উপত্যকার বিভিন্ন দল সংগঠন উপস্থিত হয়ে মিজোরামের ঘটনাকে ধিক্কার জানান।
সংগঠনের প্রায় সকল কর্মকর্তায় আন্দোলনের পথ বেছে নিলেও অবশেষে উনারা জানান মিজোরামে অমিজদের উপর অত্যাচারের প্রতিবাদে শিলচরে শুরু হবে ধাপে ধাপে আন্দোলন। প্রথম অবস্থায় এক স্মারকলিপি প্রদান করা হবে মিজোরামের মুখ্যমন্ত্রীকে এবং শিলচর মিজোরাম আবর্ত ভবনের পাশে করা হবে ধর্না কর্মসূচি। উনারা এও জানান সরকার যে পথে যায় যাক না কেন জনগণকে একজোট করে ধাপে ধাপে আন্দোলন করা হবে, মিজোরামের এই অন্যায়ের বিরুদ্ধে।