শিলচর | এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হলো আটটি বসত বাড়ি

< 1 - মিনিট |

বিদ্যুৎ বিভাগের গাফিলতের জন্যই ভয়ঙ্কর এই অগ্নিকাণ্ড সংগঠিত হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের

অজিত দাস

শিলচর – এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হলো আটটি বসত বাড়ি। ভয়ংকর এই অগ্নিকাণ্ড টি ঘটেছে শিলচর রামনগর এলাকায়। বিদ্যুৎ বিভাগের গাফিলতের জন্যই ভয়ঙ্কর এই অগ্নিকাণ্ড সংগঠিত হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। শিলচর শহর সংলগ্ন রামনগর খেলমা গ্রাম পঞ্চম খন্ডে ভয়ংকর এই অগ্নিকাণ্ড সংগঠিত হয়েছে।

জানা গেছে এলাকার দয়ানন্দ সিং নামে এক ব্যক্তির ঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে আশপাশ এলাকা। ঘরে সিলিন্ডার থাকায় আগুনের তাপে বিস্ফোরণ ঘটে সিলিন্ডারে। ফলে আরও দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী বাড়িগুলোতে। খবর পেয়ে অগ্নি নির্বাপক বাহিনীর চারটি গাড়ি ঘটনাস্থলে উপস্থিত হয়।

কিন্তু ততক্ষণে আটটি বাস গৃহের আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় এই ভয়ংকর আগুনে l যদিও দমকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এই আগুনের জন্য স্থানীয় বাসিন্দারা বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন। তারা বলেন বিদ্যুৎ বিভাগের গাফিলতির জন্যই এই অগ্নিকাণ্ড সূত্রপাত।

তুফানের কারণে 24 ঘণ্টা ধরে এলাকায় বিদ্যুৎ ছিল না। কিন্তু বিকেল চারটা নাগাদ যখন দ্বিগুন ভল্টেজে বিদ্যুৎ আসে তখন প্রতিটি ঘরের লাইট ফ্যান ইলেকট্রনিক্স সামগ্রী বিস্ফোরণ হওয়া শুরু হয়। এলাকার জনগণ বিষয়টি সঙ্গে সঙ্গে বিভাগীয় কর্তৃপক্ষ এবং বিভাগের কাছে তুলে ধরলে ও কোন ব্যবস্থা গ্রহণ করেনি বিদ্যুৎ বিভাগ।

এদিকে ঘরের লাইট এবং অন্যান্য সামগ্রী বিস্ফোরণ ঘটে দয়ানন্দ সিং এর ঘরে আগুনের সূত্রপাত হয়। প্রতিটি ঘরে বিদ্যুৎয়ের সংযোগ থাকায় রক্ষা করা যায়নি এই আটটি বাড়ি। ভয়ংকর এই অগ্নিকাণ্ডের ফলে প্রায় 30 লক্ষের ও অধিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় জনগণ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *