স্থানীয়দের অভিযোগ মতে চালানে রয়েছে অসংখ্য জালিয়াতি, কোন জায়গার মহাল এখনো বুঝে উঠতে পারেননি জনগণ
শিলচর : পাথর কুয়ারির মহালদারের উপর আবারো উঠলো মারাত্মক অভিযোগ, স্থানীয়দের অভিযোগ মতে চালানে রয়েছে অসংখ্য জালিয়াতি, কোন জায়গার মহাল এখনো বুঝে উঠতে পারেননি জনগণ , যে জায়গায় পাথরের কোন নিশান নেই সেই জায়গায় কি করে লক্ষ সিএমএর চালান দিল বন বিভাগ?
বিগত কয়েক মাস থেকে উদারবন রেঞ্জের অন্তর্গত চন্ডিঘাট মাইনর মিনারেলস নামের একটি পাথর কুয়ারির মহাল চলিয়াছে ,,যে মহলের নামে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অভিযোগ উঠে আসে,, আজ উদারবন পানগ্রাম চৌমাথায় এক প্রেস কনফারেন্স করে জালিয়াতির অভিযোগ উঠালেন স্থানীয় জনসাধারণ অভিযোগ মতে জানা যায় চন্ডিগাট মাইনর মিনারেল নামের মহালের পারমিট দেখিয়ে ,মধুরা,সুগাছড়া,এবং টালিগ্রাম থেকে পাথর সংগ্রহ করছেন একদল পাথর মাফিয়া,,৬২৫ টাকা করে প্রতি সিএমএ মাশুল আদায় করেন মহালদার পার্টি এবং এক পারমিট দিয়ে দুই তিন টিপ নেওয়ারও অভিযোগ উঠেছে, পরবর্তী টিপে ছোট গাড়ি 400 এবং বড় গাড়ি ১২০০ করে রুয়েলটি নেওয়ার অভিযোগ স্থানীয়দের!
এভাবেই সরকারের রাজস্ব আত্মসাত করা হচ্ছে বলে অভিযোগ, এই বিষয়ে তদন্তের জন্য অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্বাস শর্মার কাছে সিএম বিজি লেন্সের দাবি উত্থাপন করেন স্থানীয়রা,, এদিনের এই প্রেস বার্তায় উপস্থিত ছিলেন জালাল উদ্দিন,,,আলতাব হোসেন,সেলিম উদ্দিন,বছর উদ্দিন ,আব্দুল্লাহ সহ প্রমুখ