নেশামুক্ত সমাজ গঠন করতে হলে ব্রহ্মকুমারী প্রজাপিতার যোগদান একান্ত কাম্য
শিলচর : সেই প্রাচীন যুগ থেকে ভারতীয়রা ধ্যান করে আসছেন। ধ্যান করলে মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকা যায়। আজ সেই কথাই মানছে আধুনিকবিজ্ঞান । তাই আমাদেরও ধ্যানের বিষয়ে আগ্রহী হতে হবে, কেনোনা নেশা সেবন করা হলো,অশুভ শক্তির প্রতিক বললেন শিলচর মাসিমপুর রোড স্থিত টুয়েলভ স্টেপ ফাউন্ডেশন নেশামুক্তি ও পূর্ণবাসন কেন্দ্রে আয়োজিত ব্রহ্মাকুমারী প্রজাপিতার সদস্য -সদস্যরা।
বরাক ভ্যালি ডি-এডিকশন সেন্টাস্ এসোসিয়েশনের সম্পাদক দীপ ভট্টাচার্য্য বলেন,নিয়মিত মেডিটেশন মনের নেগেটিভ ভাবনা দূর করতে সাহায্য করে। মনের প্রসারতা বৃদ্ধি করে, লাইফ স্টাইল পরিবর্তন করতে সাহায্য করে, স্ব-উন্নতি সাধন করে। একাগ্রতা বাড়ে , কর্মেন্দ্রিয় কন্ট্রোলে থাকে, যার ফলে পরখ এবং নির্ণয় করার শক্তি বেড়ে যায়।মেডিটেশন আসলে ধ্যান,সারাদিন ধরে চলা মনে একের পর এক ভাবনা-চিন্তাকে নিয়ন্ত্রণ করতে মেডিটেশন প্রয়োজন।
তিনি আরো বলেন, নেশামুক্ত সমাজ গঠন করতে হলে ব্রহ্মকুমারী প্রজাপিতার যোগদান একান্ত কাম্য, নেশা মুক্ত জীবন পরিবর্তনের জন্য যে কোন মানুষের যেমন নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রের প্রয়োজনীয়তা রয়েছে তেমনি তেমনি ব্রহ্মকুমারী প্রজাপিতার আধ্যাত্মিক চেতনার প্রচারের একান্ত প্রয়োজন রয়েছে। সেদিন বরাকভ্যালি ডি-এডিকশন সেন্টার্স এসোসিয়েশনের সভাপতি ধ্রুবজ্যোতি ভট্টাচার্য্য, কোষাধ্যক্ষ গুড্ডু কুমার সিং, কার্যকরী সদস্য মঞ্জুর আলম লস্কর, সালেহ আহমেদ লস্কর, সজল দেব সহ আরো অন্যান্যরা।