প্রদীপ প্রজ্জ্বলন কার্যসুচিতে বিষ্ণুপ্রিয়া ও মৈতেই মণিপুরী সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ অংশ গ্রহণ করেন
শিলচর : মণিপুরের সমস্যা ও বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সোমবার দেশব্যাপী প্রদীপ প্রজ্জ্বলন কার্যসুচির আয়োজন করল নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা। এদিন বরাক উপত্যকার বিভিন্ন মণিপুরী অধ্যুষিত এলাকা সহ কাছাড় জেলায়ও ঘরে ঘরে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মণিপুরের শান্তি ফিরিয়ে আনতে ঈশ্বরের কাছে প্রার্থনা করা হয়।
প্রদীপ প্রজ্জ্বলন কার্যসুচিতে বিষ্ণুপ্রিয়া ও মৈতেই মণিপুরী সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ অংশ গ্রহণ করেন। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার জেলা সভাপতি গোপিদাস সিনহা জানান, মণিপুরের ঘটনা শুরু হওয়ার পর থেকে মহাসভা চিন্তিত ছিল।কারণ মাতৃভূমি মণিপুরের বিভিন্ন এলাকায় অনেক বিষ্ণুপ্রিয়া ও মৈতেই মণিপুরীর মানুষ ফেঁসে রয়েছে।
মণিপুরী সম্প্রদায়ের মানুষ ভগবান বিষ্ণুর উপর আস্থা ও বিশ্বাস রেখে তুলসী গাছের নীচেও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মণিপুরে শান্তি ফিরিয়ে আনার প্রার্থনা জানিয়েছেন। এছাড়াও দাঙ্গা পিড়ীত অসহায় মানুষের সাহায্যার্থে মহাসভা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ লক্ষ টাকা প্রদান করেছেন বলেও এদিন জানান তিনি।মণিপুরে শান্তি ফিরে আসার পর মহাসভা মুখ্যমন্ত্রী এন বিরেন সিংহের সঙ্গে সাক্ষাৎ করে মণিপুরের পরিস্থিতি নিয়ে আলোচনা করার কথাও জানান মহাসভার সভাপতি গোপিদাস সিনহা।