উধারবন্দের দুর্গানগর- শিলচর কর্পোরেশনের অন্তর্গত না করার দাবিতে জেলা শাসককে স্মারকলিপি প্রদান

< 1 - মিনিট |

কর্পোরেশনের অন্তর্গত হলে বিভিন্ন ক্ষেত্রে বর্তমানের চেয়ে অনেকগুণ ট্যাক্স বৃদ্ধি পাবে – যা এলাকার মানুষের পক্ষে ভরা সম্ভব হবে না

অজিত দাস

শিলচর : উধারবন্দের দুর্গানগর-গোসাইপুর জিপিতে তৃতীয় ও পঞ্চম খণ্ডকে শিলচর কর্পোরেশনের অন্তর্গত না করার দাবিতে জেলা শাসককে স্মারকলিপি প্রদান স্থানীয়দের। জেলার উধারবন্দ সমষ্টির অন্তর্গত দুর্গানগর-গোসাইপুর জিপির শতাধিক মানুষ একত্রিত হয়ে কাছাড়ের জেলা শাসক রোহন কুমার ঝাঁকে একটি স্মারকলিপি প্রদান করেন।

সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে স্থানীয়রা জানান,দুর্গানগর-গোসাইপুর জিপির অন্তর্গত তৃতীয় ও পঞ্চম খণ্ডে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ বসবাস করে আসছে।এলাকায় হাতেগোনা কয়েকজন মানুষ সরকারি চাকরিজিবী। গ্রামের বেশিরভাগই দিনমজুর শ্রেনীর মানুষ।

এই পরিস্থিতিতে সরকার ও প্রশাসন দুর্গানগর-গোসাইপুর জিপির তৃতীয় ও পঞ্চম খণ্ডকে শিলচর কর্পোরেশনের অন্তর্গত করার প্রচেষ্টা হাতে নিয়েছে।যা এলাকার জনগণ মেনে নিতে পারছেন না।কারণ কর্পোরেশনের অন্তর্গত হলে বিভিন্ন ক্ষেত্রে বর্তমানের চেয়ে অনেকগুণ ট্যাক্স বৃদ্ধি পাবে।যা এলাকার মানুষের পক্ষে ভরা সম্ভব হবে না।তাই এলাকাকে কর্পোরেশনের অন্তর্ভুক্ত না করে জিপিতে রাখার প্রশাসনের কাছে জোরালো দাবি জানিয়েছেন তাঁরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *