শিলচর – ছোট দুধপাতিল পূর্ব লেন গ্ৰান্ট উন্নয়ন কমিটি গঠন করা হয়

< 1 - মিনিট |

কানু কুমার দাস বলেন, যেকোনো নির্বাচনে আসলেই নেতা -মন্ত্রীদের দেখা পাওয়া যায়, কিন্তু নির্বাচনের পরে তাদের কোনো সাহায্য -সহযোগীতা পান নাই

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : সুদীর্ঘ কয়েক বছর থেকে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূখী প্রকল্প থেকে বঞ্চিত বলেই আজ ছোটপাতিল পূর্ব লেন গ্ৰান্ট উন্নয়ন কমিটি গঠন করা হয়েছে উক্ত ভুক্তভোগী জনগণের সর্বসম্মতি ক্রমে।প্রথমে তারা এই গ্ৰামের যোগাযোগ ব্যবস্থা রাস্তার বেহাল অবস্থা সঙ্গে বিশুদ্ধ পানীয় জলের সুব্যবস্থা নিয়ে উল্লেখ করেন উক্ত উন্নয়ন উন্নয়ন কমিটির নবনিযুক্ত সভাপতি সাবেদ আবেদ লস্কর, সম্পাদক সাহজান খান বলেন,এই উন্নয়ন কমিটি আগামী প্রজন্মের জন্য ভবিষ্যতের কথা মাথায় রেখে এই কমিটি গঠন করা হয়।

সাধারণ সম্পাদক কানু কুমার দাস বলেন, যেকোনো নির্বাচনে আসলেই নেতা -মন্ত্রীদের দেখা পাওয়া যায়, কিন্তু নির্বাচনের পরে তাদের কোনো সাহায্য -সহযোগীতা পান নাই। কার্যকারী সদস্য মন্টু রবিদাস বলেন,এখানে প্রচুর হত দরিদ্র পরিবার বসবাস করছেন,তারা সরকারী প্রধানমন্ত্রী আবাস সহ আরো অনেক প্রকল্প থেকে বঞ্চিত করে রেখেছেন কেন? একমাত্র সাংসদ, বিধায়ক সহ স্থানীয় জনপ্রতিনিধিদের সদিচ্ছার অভাবে এই এই গ্রামটি পিছপড়া হয়ে রয়েছে। সেদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি নন্দু রবিদাস, কোষাধ্যক্ষ শান্ত দাস, কার্যকরী সদস্য নুর আহমেদ বড়ভূইয়া, সাধন দাস, গৌরী সরকার, লালু রবিদাস ,নুরজাহান লস্কর, বুলবুল বেগম, রুসনা বেগম খান, দীপক কালোয়ার, শফি আহমেদ বড়ভূঁইয়ার, নমিতা দাস প্রমূখেরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *