এ বার শিলচরে নেই ” নেট সেন্টার “, গুয়াহাটির পথে চরম দুর্ভোগ পরীক্ষার্থীদের

< 1 - মিনিট |

শিলচরে কেন্দ্র করে বঞ্চিতদের ফের পরীক্ষায় বসার সুযোগ দিতে হবে , দাবি বরাক নাগরিক সংসদের

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : এ বার শিলচরে নেই ” নেট সেন্টার “, গুয়াহাটির পথে চরম দুর্ভোগ পরীক্ষার্থীদের । শিলচরে কেন্দ্র করে বঞ্চিতদের ফের পরীক্ষায় বসার সুযোগ দিতে হবে , দাবি বরাক নাগরিক সংসদের । শিলচর থেকে এ বার ” নেট সেন্টার ” উঠিয়ে নেওয়ার ফলে বৃহস্পতিবার, ১৫ জুন গুয়াহাটিতে গিয়ে বহু পরীক্ষার্থী পরীক্ষায় বসতে না পারায় বরাক নাগরিক সংসদ , বিডিওয়াইএফ তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে । বৃহস্পতিবার , শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ ব্যাপারে বরাক নাগরিক সংসদের প্রধান সম্পাদক শংকর দে বলেন , গত বার পর্যন্ত “নেট সেন্টার ” ছিল শিলচরেই।

এ বার যোরহাটে সেন্টার বহাল থাকলেও শিলচর থেকে তা সরিয়ে নিয়ে যাওয়ায় সড়কে ধ্বস পড়ায় অনেক পরীক্ষার্থী গুয়াহাটি পৌঁছতে পারেননি । চরম দুর্বিষহ অবস্থায় তাঁদের রাস্তায় কাটাতে হচ্ছে । পাশাপাশি , রেলে টিকিট না পাওয়া , বিমানে অত্যধিক ভাড়া ,সব কিছু মিলিয়ে বহু পরীক্ষার্থী গুয়াহাটি যেতে পারেননি ।

বরাক নাগরিক সংসদ সংযোজক অধ্যাপক সুব্রত দেব বলেন , যাঁরা পরীক্ষায় অবতীর্ণ হতে পারেননি , তাঁদের ফের সুযোগ দিতে হবে । একই সঙ্গে নেট সেন্টার শিলচরে বহাল রাখতে হবে । বিডিওয়াইএফ মুখ্য আহ্বায়ক কল্পার্ণব গুপ্ত বলেন , সম্পূর্ণ মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে “নেট সেন্টার ” শিলচরে রেখে বঞ্চিত পরীক্ষার্থীদের আবার পরীক্ষায় বসার সুযোগ দিতে হবে । এ ভাবে নেট পরীক্ষার্থীদের দুর্ভোগের মুখে ঠেলে দেওয়া ঠিক নয় ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *