ফের বন্ধ শিলচর গুয়াহাটি সড়ক
সোনাপুর : গতকাল বিকেলে ১০ ছাড়িয়ে রাস্তা খুলে দেওয়া হয়েছিল। কিন্তু আজ আবার ফের একটি দৃশ।রবিবার বিকেলে সোনাপুর টানেলের ধস পরিষ্কার করে ৬ নম্বর জাতীয় সড়ককে যান চলাচলের উপযুক্ত করা হলেও আজ সোমবার দুপুর ১২টায়* ফের ওই জায়গায় ধস পড়ে বরাক উপত্যকা পুরো বিচ্ছিন্ন হয়ে গেছে। অনেক কষ্টে গতকাল ১০ সরানো হয়। কিন্তু সকাল থেকে প্রবল বৃষ্টি দেওয়ায় আজ এই জায়গায় ফের দশ নামে।
গতরাতে পাহাড়ে বৃষ্টি না হলেও আজ সকাল থেকে মুষল ধারায় বৃষ্টি শুরু হবার পর সোনাপুর টানেলের সামনে প্রচন্ড গতিতে ধস নেমে আসে। আজকের যে ধস পড়েছে তাতে কাদামাটির সঙ্গে বড় বড় পাথরের টুকরাও পড়েছে। মেঘালয়ের পূর্ত বিভাগ জেসিবি দিয়ে এগুলি সরানোর কাজে লাগলেও কখন জাতীয় সড়ক ধসমুক্ত হবে তা বলা যাচ্ছে না। এই দশ নাম্বার ফলে এখন বরাক উপত্যকা ত্রিপুরা ও মিজোরাম অবশিষ্ট ভারতের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গেল।