বরাকের জনগণের স্বার্থে বিজেপি বিধায়করা পদত্যাগ করুন
শিলচর : বরাকের জনগণের স্বার্থে বিজেপি বিধায়করা পদত্যাগ করুন ,তাহলে বর্তমান কংগ্রেসের বিধায়করাও সহযোগিতায় এগিয়ে আসবেন এবং উনারাও পদত্যাগ করবেন।
শুক্রবার শিলচরের জেলা কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ডিলিমিটেশনের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কাছাড় জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল এভাবেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন ।
এদিনের সাংবাদিক সম্মেলনে প্রবীণ নেতা ,প্রাক্তন ও বর্তমান বিধায়ক, জেলা কংগ্রেসের বিভিন্ন পদাধিকারীরা সহ যুব কংগ্রেসের কর্মকর্তারা সবাই এক এক শুরে শুরু মিলিয়ে ডিলিমিটেশনের বিরুদ্ধে প্রতিবাদ জানান তারা l
এদিনের সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তারা বলেন যে বরাক উপত্যকাকে রাজনৈতিকভাবে ধ্বংস করার চেষ্টা করছে হেমন্ত বিশ্বাস শর্মা ,এবং এই ডিলিমিটেশনের খসড়া তালিকা প্রস্তুত করতে নির্বাচন কমিশনকে ব্যবহার করছে বি জে পি দল l
হেমন্ত বিশ্বাস শর্মা, নিজের স্বার্থর রক্ষার জন্য গোটা বরাক উপত্যকাকে ধ্বংসের মুখে ফেলে দিয়েছেন lতাই তার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাজনীতির ঊর্ধে উঠে বরাকের সকল জনগণের স্বার্থে সবাই একজুট হয়ে আন্দোলনে এগিয়ে আসা আবেদন জানিয়েছেন জেলা কংগ্রেস সভাপতি সহ সকল নেত্রী স্থানীয় ব্যক্তিরা ।
বিজেপির বর্তমান যারা বিধায়ক বা সাংসদ রয়েছেন বরাকের জনগণের স্বার্থে এগিয়ে এসে একজোট হয়ে এই সর্বনাশা ডিলিমিটেশনের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হওয়ার আহবান জানিয়েছেন তারা l
এদিনের সাংবাদিক সম্মেলনে প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাজার ভূঁইয়া ,অরুণ দত্ত মজুমদার ,মেজবাউল ইসলাম লস্কর ,অভিজিৎ পাল ,সঞ্জীব রায় ,শরিফুজ্জামান লস্কর ,সহ কাছার জেলা কংগ্রেস ও যুব কংগ্রেস এর বিভিন্ন কর্মীরা উপস্থিত ছিলেন l