বরাককে ছিন্ন বিচ্ছিন্ন করে ২টি আসন কমিয়ে দিলেন কিন্তুুু বরাকের বিজেপি এবং এজিপি নেতারা কিছু না বলে চুপ করে বসে আছেন কেন?
করিমগঞ্জ : দক্ষিণ করিমগঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি আমিনুর রসিদ চৌধুরী এক সাংবাদিক সম্মেলন করে বলেন, আসাম সরকার ও ইলেকশন কমিশনার বরাকবাসীর জন্য যে সিদ্ধান্ত নিয়েছে সর্বস্তরের জনসাধারনের প্রতি যে অন্যায় অবিচার করেছেন সেটা মেনে মানবে না বরাকবাসি ৷ তাই দক্ষিণ করিমগঞ্জ ব্লক কংগ্রেসের সভাপতি আমিনুর রসিদ চৌধুরী আসাম সরকার ও ইলেকশন কমিশনার কে ধীক্কার জানিয়েছেন সঙ্গে বরাকের বিজেপি নেতা পাতি নেতারা চুপ করে নীরবতা পালন করছেন, কেন এই নীরব ভূমিকা, উনাদের কি বরাকের প্রতি কোন সহানুভূতি নেই ৷
বরাককে ছিন্ন বিচ্ছিন্ন করে ২টি আসন কমিয়ে দিলেন কিন্তুুু বরাকের বিজেপি এবং এজিপি নেতারা কিছু না বলে চুপ করে বসে আছেন কেন?আসাম সরকার বরাক বাসীকে চক্রান্ত করে দুর্বল করার চেষ্টা করছেন সেই কথা জানান প্রতিবাদী নেতা আমিনুর রসিদ চৌধুরী৷ যদি বরাকের জন্য আন্দোলন করতে হয় তাহলে আমরা গন বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো বলে জানান আমিনুর।।