২৭ জুন বরাক বনধের না করার বার্তা কাছাড় পুলিশের ফ্লেগ মার্চ

< 1 - মিনিট |

আগামী দিনের বন্ধকে কোনভাবেই সমর্থন না করার আহ্বান জানান পুলিশ সুপার

অজিত দাস

শিলচর : ডিলিমিটেশনের বিরুদ্ধে ঢাকা বনকে কেন্দ্র করে কিছুটা হলেও চাপে পড়ে গেছে কাছার জেলা পুলিশ প্রশাসন। আজ কাছার জেলার পুলিশ অধিকক্ষক নমন মাহাতো শিলচর সহ আশপাশ এলাকাগুলোতে আসাম পুলিশ সিআরপিএফ মহিলা পুলিশ নিয়ে ফ্লাগ করলেন। আগামী দিনের বন্ধকে কোনভাবেই সমর্থন না করার আহ্বান জানান পুলিশ সুপার নোমাল মাহাতো।

তিনি বলেন সুপ্রিম কোর্টের গাইডলাইন মতে কোন ধরনের বন্ধ আইন বিরোধী তাই জনতার উদ্দেশ্যে তিনি বলেছেন এই বন্ধুকে সমর্থন করবেন না। পুলিশ প্রশাসন আপনাদের সাথে আছে কোন ধরনের অস্বস্তিকর পরিস্থিতি হলে সাথে সাথে পুলিশ প্রশাসনকে জানান পুলিশ আপনাদেরকে সুরক্ষা প্রদান করবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *