অমরনাথে অসুস্থ পুণ্যার্থীদের জন্য মেডিক্যাল ক্যাম্প ও মহাপ্রসাদ বিতরন ভারত সেবাশ্রম সঙ্ঘের

< 1 - মিনিট |

এই উদ্যোগে উনাদের সঙ্গে রয়েছেন জম্মু শাখার বিশিষ্ট ডাক্তার ও নার্সেরা অন্যদিকে পুণ্যার্থীদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : শুরু থেকেই বারবার বাদ সাধছে অমরনাথ যাত্রা। কখনও বৃষ্টি, কখনও তুষারপাতের ফলে আটকে পড়ছেন তীর্থযাত্রীরা। আবহাওয়া একটু পরিষ্কার হতেই যাত্রা শুরু হয়েছে অমরনাথের উদ্দেশে। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পূণ্যার্থীরা অসুস্থ হযে পড়ছেন। তাঁদের সেবার ভার নিয়েছে ভারত সেবাশ্রম সংঘ।

চন্দনবাড়ী‌ এই সংঘের জম্মু শাখা ত্রাণ শিবির তৈরি করেছেন। সেখানে সেবায় থাকা ভারত সেবাশ্রম সংঘের শিলচর শাখার প্রাক্তন অধ্যক্ষ তথা স্বামী মৃন্ময়ানন্দজী মহারাজ জানান,৩০ জুন থেকে ৩০ জুলাই অবধি চলবে সমগ্ৰ পৃথিবী তথা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা সনাতন ধর্মে বিশ্বাসী ধর্মপ্রান অমর নাথের যাত্রীদের সুবিধার্থে ভারত সেবাশ্রম সঙ্ঘের জম্মু শাখার অধ্যক্ষ স্বামী সত্যমিত্রানন্দজী মহারাজ সহ সেচ্ছাসেবক অসুস্থ তীর্থযাত্রীদের শুশ্রুতা করছেন।

এছাড়া যারা অমরনাথের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তাদেরও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হচ্ছে। প্রতি বছর অনেক দুস্থ তীর্থযাত্রী ও সাধুরা অমরনাথ দর্শনে যান, এ বছরও তার ব্যাতিক্রম হয়নি, সেইসব সাধু ও দুস্থ তীর্থযাত্রীদের শীতবস্ত্র ,ছাতা ও প্রয়োজনীয় ওষুধ দিয়ে যাচ্ছেন ভারত সেবাশ্রম সংঘের সাধুরা ও স্বেচ্ছাসেবকেরা। এই উদ্যোগে উনাদের সঙ্গে রয়েছেন জম্মু শাখার বিশিষ্ট ডাক্তার ও নার্সেরা অন্যদিকে পুণ্যার্থীদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

স্বামী মৃন্ময়ানন্দজী মহারাজ আরো বলেন, স্বামী প্রণবানন্দজি মহারাজ আর্ত মানবের কল্যাণ সাধনের জন্যই আচার্য স্বামী প্রণবানন্দের আবির্ভাব ।দুস্থ মানুষের পাশে দাঁড়ানো থেকে শুরু করে বন্যার ত্রাণ, চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা প্রদান, বস্ত্র বিনিময় এবং আরো নানান কর্মকাণ্ডের মধ্য দিয়ে ভারত সেবাশ্রম মানুষের সেবা করে থাকে।

শিলচর থেকে দীপ দেবের প্রতিবেদন

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *