পেনসন বিভাগের নতুন সঞ্চালক

< 1 - মিনিট |

বিকাশ দাসকে এই পদে নিযুক্তি

প্রকৃতি নিউজ কনসার্ন

দিশপুর : আসাম ফাইনেন্স সার্ভিসের অফিসার বিকাশ দাসকে পেনসন বিভাগের সঞ্চালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তিনি বর্তমানে একাউন্টস ও ট্রেজারি বিভাগের যুগ্ম সঞ্চালক হিসেবে কর্মরত। রাজ্য অর্থ বিভাগের শনিবার জারি করা এক আদেশে বলা হয়েছে যে দাস পদোন্নতি প্রাপ্ত পদে যোগ দিলেও এডমিনিস্ট্রেটিভ ষ্টাফ কলেজ কার্যালয়ের এবং রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি র কার্যালয়ের অতিরিক্ত দায়িত্বেও থাকবেন।

ওই একই আদেশে অর্থ বিভাগের ফাইনেন্সিয়েল এডভআইসার মাধব মালাকার কে পদোন্নতি দিয়ে একাউন্টস ও ট্রেজারিজ বিভাগের সঞ্চালক করা হয়েছে। এখানে উল্লেখ করা যেতে পারে যে করিমগঞ্জ জেলার সুসন্তান বিকাশ দাস এক সময়ে শিলচরে ট্রেজারী অফিসার হিসেবে কার্য নির্বাহ করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *