দিল্লি থেকে শিলচর পৌঁছাতে লাগলো এগারো দিন
শিলচর – দিল্লি থেকে থেকে শিলচর আসতে একটি স্পীড পোস্ট চিঠির এগারো দিন লাগলো । নির্বাচন কমিশন থেকে ৭ জুলাই স্পীড পোস্টে সামাজিক সংগঠন ড এপিজে আব্দুল কালাম ডেভেলপমেন্ট ফোরামের সভাপতি হারাণ দের কাছে পাঠানো একটি জরুরী চিঠি মেহেরপুরে এসে পৌঁছায় ১৭ জুলাই।
এই যদি স্পীড পোস্ট চিঠির অবস্থা হয় তাহলে সাধারণ চিঠির অবস্থা কি হবে। হারাণ বাবু বিষয়টি ডাক বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।