শিলচর | বর্ণিব্রিজ কান্ডের প্রতিবাদে কালাইনছড়া দিগরখাল চা বাগানের মিছিল

< 1 - মিনিট |

গত ৪ জুলাই হাইলাকান্দি জেলার বর্ণিব্রিজ চা বাগানের বাসিন্দা ২ কিশোরী স্কুল ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ করেছিল ৩ দুর্বৃত্ত

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : বর্ণিব্রিজ ধর্ষণ পরবর্তী মৃত্যু কান্ডের অভিযুক্তদের ফাঁসির দাবীতে শনিবার সন্ধ্যায় মশাল মিছিল করলেন কালাইনছড়া ও দিগরখাল চা বাগানের শ্রমিকরা। গত ৪ জুলাই হাইলাকান্দি জেলার বর্ণিব্রিজ চা বাগানের বাসিন্দা ২ কিশোরী স্কুল ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ করেছিল ৩ দুর্বৃত্ত। এতে এক স্কুল ছাত্রীর মৃত্যু ঘটে। ওই ঘটনার পর গোটা বরাক উপত্যকা জুড়ে তীব্র প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ে।

হাইলাকান্দি পুলিশ ২ অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও মূল অভিযুক্ত পলাতক। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার সন্ধ্যায় এই প্রতিবাদী মিছিলের আয়োজন করেন কালাইনছড়া ও দিগরখাল চা বাগানের শ্রমিকরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *