বাড়ি তৈরী করতে রাখা রড, সিনটেক্স সহ অন্যান্য সামগ্রী হাতিয়ে নিচ্ছে চুলের দল
শিলচর : লক্ষীপুর শহরের এক নম্বরে বিগত তিনদিন ধরে নিশিকুটুম্ব রা হাতিয়ে নিচ্ছে লোকের বহু সামগ্রী। প্রতিদিন রাতে চুরির ঘটনা ঘটছে লক্ষীপুর শহরের এক নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ সেবাশ্রম লেনে । বাড়ি তৈরী করতে রাখা রড, সিনটেক্স সহ অন্যান্য সামগ্রী হাতিয়ে নিচ্ছে চুলের দল ।
এমনি অভিযোগ এনে সোমবার লক্ষীপুর থানায় দারস্হ হন লক্ষীপুর রামকৃষ্ণ সেবাশ্রম লেনের বাসিন্দারা। অখিল দাস সহ ১০ জন সম্মিলিত ভাবে সোমবার একটি এজাহার দায়ের করেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে লক্ষীপুর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোন ধরপাকড়ের খবর পাওয়া যায়নি।
শিলচর থেকে দীপ দেবের রিপোর্ট