স্থানীয় প্রতিনিধিরা সরকারী উন্নয়নমূলক প্রকল্পের নামের অর্থ স্থানীয় মানুষদেরকে কোনো অবগত না করিয়ে নয়ছয় করেছেন
শিলচর : কাছাড় জেলার সোনাই বিধানসভার অন্তর্গত উত্তর কৃষ্ণপুর ৩য় খণ্ডের (বিষ্ণুপুর স্থিত গ্রামীন রাস্তার বেহাল অবস্থা, নির্বাচন আসলে এখানে নেতা-মন্ত্রীরা গালভরা উন্নয়নের বুলি শুনিয়ে গেলেও আজও সরকারি উন্নয়নের ছোঁয়া লাগেনি বলে সংবাদ কাছে অবিযোগ করেন ভুক্তভোগী একাংশ জনগনেরেরা ।
তারা আরো বলেন, ভারতের স্বাধীনতার পূর্বের হচ্ছে এই উত্তর কৃষ্ণপুরের বিষ্ণুপুর শিববাড়ি রোড গ্ৰামটি,এই গ্ৰামটিতে প্রায় তিনশো পরিবার বসবাস করছেন,এই গ্রামটি তফসিল জাতির অনন্তর ভুক্ত তবুও নেই কোনো যাতায়াতের উপযুক্ত সড়ক,নেই জল নিষ্কাশনের সুব্যবস্থা, বৃষ্টির মৌসুমে জমাজলে রাস্তায় যাতায়ত করতে প্রায় সময় বিপদের সম্মুখীন হতে হয় যাতায়াত করা পথচারীদেরকে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করে ছিলেন জল জীবন মিসনের মাধ্যমে হর ঘর জলের ব্যাবস্থা করা হবে। কিন্তু এই গ্ৰামে জল জীবন মিসনের কোন কাজ হয়নি জার দরুন বিশুদ্ধ পানিয় জল থেকে বঞ্চিত গ্ৰাম বাসিরা ।অন্যদিকে, স্থানীয় প্রতিনিধিরা সরকারী উন্নয়নমূলক প্রকল্পের নামের অর্থ স্থানীয় মানুষদেরকে কোনো অবগত না করিয়ে নয়ছয় করেছেন, ভুক্তভোগী জনগণের সমস্যা দিন বে দিন বেড়েই চলছে।
বিগত বৎসর গুলোতে কয়েকবার উক্ত সমস্যা গুলোর সুরাহার উদ্দেশ্যে জেলাপ্রশাসন থেকে শুরু করে সাংসদ ও বিধায়কের কাছে তুলে ধরলেও আজ অবধি কোনো কাজ হয় নেই,তাই এই গ্ৰামের মানুষ একত্রিত হয়ে সংবাদ মাধ্যমের সাহায্যে মূখ্যমন্ত্রী ডাঃ হিমন্ত বিশ্ব শর্মা, বিধায়ক করিম উদ্দিন বড়ভূঁইয়া,সাংসদ ডাঃ রাজদীপ রায় সহ জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান প্রদ্যূৎ রঞ্জন দাস, সীতাংশু দাস, প্রতাপ চন্দ্র দাস, দেবতোষ দাস, শংকর শুক্লবৈদ্য, বিশাল নাথ, রাজু দাস, প্রীতম দাস, বিক্রম পাল, দেবরাজ সরকার, অমিত দাস, রিংকু শুক্লবৈদ্য, কর্ণ পাল সহ আরো অন্যান্যরা
শিলচর থেকে দীপ দেবের রিপোর্ট