শিলচর | পিংকি হত্যাকান্ডের মূল অভিযুক্ত কে আদালতে তোলা হলো

< 1 - মিনিট |

এই মামলায় দূধপাতিলের আরেক যুবককে পুলিশ গ্রেফতার করেছে

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : পিংকি হত্যাকান্ডের মূল অভিযুক্ত স্বপ্ন শুক্লবৈদ্যকে আর জিজ্ঞাসাবাদ করার পর আদালতে তোলা হলো.। গতকাল পুলিশ তাকে আটক করেছিল অনেকক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর তাকে আজ আদালতে তোলা হয়। এই মামলায় দূধপাতিলের আরেক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। পিংকির মা ও বোন যখন মন্তব্য করেছিলেন যে তাদের মেয়ের সঙ্গে পিনাক নামে একটি ছেলের সম্পর্ক রয়েছে। এবং সেই মন্তব্যের সূত্র ধরে পুলিশ তাকে গ্রেফতার করেছে।

সে ব্যাঙ্গালোরের একটি কম্পিউটার সংস্থার সঙ্গে যুক্ত। পারিবারিক সূত্রে জানা গেছে ইতিমধ্যে পিংকির সঙ্গে নাকি তার পুরনো প্রেমিকার শেষ সম্পর্ক তৈরি হয়। জেরে এ ঘটনা ঘটেছে কিনা দেখছে পুলিশ। প্রসঙ্গত গত পরশুদিন নিখোঁজ পিংকির ৩ তলা বাড়ির উপরে পাওয়া যায়। এরপর থেকে এই ঘটনা নিয়ে চাঞ্চলের সৃষ্টি হয় শিলচর শহরে। জনতা রাস্তা অবরোধ করে পুলিশকে শেষ পর্যন্ত গুলি চালাতে হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *