করিমগঞ্জ সংরক্ষণ মুক্ত করার বিরোধিতা সংসদের সঠিক কাজ

< 1 - মিনিট |

ডিলিমিটেশন নিয়ে এই প্রথম কোন বক্তব্য সরকারিভাবে পেশ করলেন সাংসদ

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : নির্বাচন কমিশনের সামনে যখন শুনানি চলছিল তখন সব শেষ পর্যন্ত বসেছিলেন সাংসদ রাজদীপ রায়। তিনি নির্বাচন কমিশনারের সামনে করিমগঞ্জ কে সংরক্ষণ করার বিরোধিতা করে তার পরামর্শ ও আপত্তি জানান। শিলচর বা অন্য কোন বিধানসভার এলাকার নিয়ে তিনি কোন বক্তব্য রাখেননি। শিলচর লোকসভা আসন সংরক্ষিত হয়েছে সেটা তার বক্তব্যে আসেনি। তিনি বিভিন্ন যুক্তির সঙ্গে তুলে ধরে বলেন যে করিমগঞ্জ আসনকে সংরক্ষণ মুক্ত করা উচিত নয়।

কেন করিমগঞ্জ আসনকে সংরক্ষণ মুক্ত করা উচিত নয় এ নিয়ে তিনি অনেকগুলি যুক্তি হাজির করেছেন এর মধ্যে সবচাইতে যেটা বেশি যেটাকে তিনি জোর দিচ্ছেন সেটা হল করিমগঞ্জ জেলার কে যদি কাশ্মীরিকরন না করতে হয় তাহলে এই আসন সংরক্ষিত থাকুক। সংসদের এই বক্তব্য অত্যন্ত মন দিয়ে শুনেন মুখ্য নির্বাচন কমিশনার।

ডিলিমিটেশন নিয়ে এই প্রথম কোন বক্তব্য সরকারিভাবে পেশ করলেন সাংসদ। করিমগঞ্জ কেন্দ্রীয় সংরক্ষণ মুক্ত থাকা জাতীয় স্বার্থে প্রয়োজন এটা কমিশনকে মনে করিয়ে দেওয়ার জন্য অবশ্যই ধন্যবাদের দাবিদার হতে পারেন সাংসদ। সংসদের এই বক্তব্যকে সমর্থন করি এবং করিমগঞ্জ সংরক্ষিত থাক এটাই কাম্য ।।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *