সময়ে চেষ্টা হলে পিংকি কে উদ্ধার করা সম্ভব হতো- এই ধারণা পিংকির পরিবারের সদস্যদের
শিলচর : পিংকি হত্যা সংক্রান্ত বিষয়ে রাঙিরখাড়ি থানার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠেছে । এই অভিযোগ অনুযায়ী পুলিশ নাকি পিংকির পিতা থানায় এফ আই আর দায়ের করতে গেলে তার কাছে অর্থ দাবি করা হয়। আর এটাই শেষ নয় পুলিশ নাকি নিখোঁজ পিংকি কে উদ্ধার করতে কোন প্রচেষ্টা চালায়নি। সময়ে চেষ্টা হলে পিংকি কে উদ্ধার করা সম্ভব হতো। এই ধারণা পিংকির পরিবারের সদস্যদের।
এবিষয়টি নিয়ে সামাজিক সংগঠন ড শ্যামা প্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদের সভাপতি বরিষ্ঠ সাংবাদিক হারাণ দে রাজ্য পুলিশের সঞ্চালক প্রধান ডিজিপি জিপি সিঙের দ্বারস্থ হলে সঞ্চালক প্রধান কাছাড়ের পুলিশ সুপারকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন।