ডিজেল অটো ও টাটা ৪০৭ মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু ঘটে আনুমানিক বছর ৫০ এর এক অটো যাত্রীর
শিলচর :ভয়ংকর সড়ক দুর্ঘটনা ঘটনাস্থলে মৃত্যু এক ব্যক্তির। শিলচর আইজল জাতীয় সড়কে সংঘটিত হল ভয়ংকর সড়ক দুর্ঘটনা। ডিজেল অটো ও টাটা ৪০৭ মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু ঘটে আনুমানিক বছর ৫০ এর এক অটো যাত্রীর। দুর্ঘটনাটি সংঘটিত হয় শুক্রবার রাত আটটার দিকে ৩০৬ নম্বর জাতীয় সড়কের সপ্তগ্রামে। শিলচরের দিক থেকে মিজোরাম অভিমুখে যাওয়া এমজেড ০৫ এ ১৭৫০ নাম্বার ৪০৭ গাড়ির সহিত সংঘর্ষ হয় এএস১১ইসি২৪৬৭ নম্বরে ডিজেল অটো গাড়ি।
৪০৭ গাড়িটি অটো গাড়িটিকে ধাক্কা দিয়ে অন্তত ২০ মিটার জায়গা হিছড়ে নিয়ে যায়। এতে ঘটনাস্থলে মৃত্যু ঘটে ৫০ উর্ধ এক অটো যাত্রীর। দুর্ঘটনার সংগঠিত হওয়ার পরপর উভয় গাড়ি চালক পালিয়ে যায়। দুর্ঘটনার পর পরই ধলাই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পাশাপাশি দুর্ঘটনা গ্রস্ত গাড়ি দুটি নিজেদের হেফাজতে নিয়ে যায় পুলিশ। দুর্ঘটনা মৃত ব্যক্তির নাম ও পরিচয় পাওয়া যায়নি এখনও।