শিলচর | বার্মিজ সুপারী পাচার করতে গিয়ে পুলিশের জালে আটক বিজেপি নেতার ছেলে

< 1 - মিনিট |

বাজেয়াপ্ত বার্মিজ সুপারির ওজন সর্বমোট ২৯ কুইন্টাল ৭৫ কেজি বলে জানা গেছে

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : বার্মিজ সুপারী পাচার করতে গিয়ে পুলিশের জালে আটক দিদারখুষের বিজেপি নেতার পুত্র সুমিদুল আলম বড়ভূইয়া সহ তিন পাচারকারী। এই মুহূর্তে আরেকটি গুরুত্বপূর্ণ খবর। শনিবার রাত আনুমানিক ১০ টা নাগাদ সোনাই বিধানসভার কেন্দ্রের অন্তর্গত বনতারাপুর এলাকায় স্থানীয় জনগণ ও বিডিপির সহজগিতায় বার্মিজ সুপারী বুঝাই AS 11EC 5638 নম্বরের টাটা পিকআপ লরি আটক করতে সক্ষম হয় এলাকার মানুষ।

সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় কচুদরম থানায়। কচুদরম থানার ওসি কে নাথ তড়িঘড়ি দল বল নিয়ে ঘটনা স্থলে উপস্থিত হয়ে সুপারী বুঝাই গাড়ি সহ তিন পাচারকারী কে আটক করে থানায় নিয়ে আসেন। জানাগেছে দিদারখোষ প্রথম খন্ড গ্রামের বিজেপি নেতা তাজ উদ্দিন বড়ভূইয়ার ছেলে সুমিদুল আলম বড়ভূইয়া সহ নগদিরগ্রামের রেবুল হুসেন চৌধুরী ও শাহবাজ আহমেদ লস্করকে আটক করা হয়েছে। বাজেয়াপ্ত বার্মিজ সুপারির ওজন সর্বমোট ২৯ কুইন্টাল ৭৫ কেজি বলে জানা গেছে। এদিন পুলিশ তিনজনকে আটক করে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। তাদের সাথে আর কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *