তাদের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব ও কর্তব্য
শিলচর : মণিপুরের হিংসার কারণে যারা কাছাড়ে আশ্রয় নিয়েছেন তারা আমাদের অতিথি। রাজ্য পুলিশের প্রধান জি পি সিং আজ বলেন, “তাদের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব ও কর্তব্য।” পুলিশের সঞ্চালক প্রধান জিপি সিং দুদিনের সফরে বরাক সফরে এসেছেন ।ডি জিপি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বরাক সফরে এসেছেন জিপি সিং l
শিলচরে পৌঁছেন পুলিশ সুপারিনটেনডেন্ট অডিটোরিয়ামে কাছাড়ের শীর্ষ পুলিশ কর্মকর্তাদের সাথে বৈঠক করেন l কাছাড়ের সর্বশেষ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে DGP শীর্ষ কর্মকর্তাদের সাথে দেখা করেছেন l আগামীকাল করিমগঞ্জ ও হাইলাকান্দিতে একই ধরনের বৈঠক করবেন l এদিনের সভা শেষে কাছাড় পুলিশের কাজ কর্মে সন্তোষ প্রকাশ করেছেন DGP জিপি সিং।