ভূপেন বরার বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধীর সঠিক ধারার অধীনে উপযুক্ত ব্যবস্হা নিতে আহ্বান জানানো হয়
কাটিগড়া : লাভ জেহাদের সঙ্গে শ্রীকৃষ্ণ রুক্ষিনীর প্রেম, গান্ধারি সহ মহাভারতের কাহিনী টেনে অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন বরার মন্তব্যকে ধিক্কার জানিয়ে তার বিরুদ্ধে কাটিগড়া থানায় মামলা দায়ের করলেন দুলেন্দু মালাকার নামক এক ব্যক্তি। শুক্রবার স্থানীয় বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত খবর মতে, প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা শ্রীকৃষ্ণ ও রুক্মিনীর বিয়েকে লাভ জেহাদ আখ্যা দিয়েছেন।
হিন্দু ভাবাবেগে আঘাত এনে ভূপেন বরার ইচ্ছাকৃত এবং বিদ্বেষপূর্ণ মন্তব্যের জন্য হিন্দু ধর্মের বহুসংখ্যক মানুষের ধর্ম বা ধর্মীয় বিশ্বাসকে অবমাননা করে ধর্মীয় অনুভূতিতে ক্ষুব্ধ করা হয়েছে। ভূপেন বরার বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধীর সঠিক ধারার অধীনে উপযুক্ত ব্যবস্হা নিতে আহ্বান জানানো হয়। এদিন ভূপেন বরার বিরুদ্ধে মামলা প্রদান কালে উপস্থিত ছিলেন অসীম দত্ত, রূপক চক্রবর্তী, রূপক ধর, দীপঙ্কর নাথ, স্বপন দেব প্রমুখ