ভূপেন বরার গ্রেফতারের দাবি যুব মোর্চার
শিলচর : ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিনীকে লাভ জিহাদের মাধ্যমে বিবাহ করেছে বলে মন্তব্য করেছিলেন ভূপেন বরা lভূপেন বরার এই মন্তব্যের প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার কর্মকর্তারা সদর থানায় এজাহার দায়ের করেন।ভূপেন বরার গ্রেফতারের দাবি করেন l কংগ্রেসের সভাপতি ভূপেন বরার মন্তব্য নিয়ে রাজ্যে তুমুল বিতর্ক ও ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এই মন্তব্যের জন্য গত রাতে লঙ্কা থানায় তার বিরুদ্ধে প্রথম মামলা দায়ের করা হয়েছিল এবং শুক্রবার ভারতীয় জনতা পার্টি যুব মোর্চা বরাক উপত্যকার শিলচরে মামলা দায়ের করেছে।