জননেতার আবক্ষ মূর্তি স্থাপনের জন্য শিবব্রত দত্ত কে সভাপতি ও রসরাজ দাসকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠিত
শিলচর -শনিবার জননেতা মহীতোষ পুরকায়স্থের জন্ম দিবস পালন উপলক্ষ্যে শিলচরে এক সভা অনুষ্টিত হয়। জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্তের পৌরোহিত্যে অনুষ্ঠিত এই সভায় অধ্যাপক বিভাষ চৌধুরী ও অধ্যাপক জগদীশ মজুমদার প্রধান বক্তা হিসেবে ভাষন দেন। এছাড়া এতে ভাষা সেনানী সুনীল রায় ও বরাক উপত্যকা সাংবাদিক সংস্থার সভাপতি হারাণ দে বক্তব্য রাখেন।
বক্তা গন জননেতা মহীতোষ পুরকায়স্থের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন রসরাজ দাস। অনুষ্ঠান টি পরিচালনা করেন বিশ্ব নাথ চক্রবর্তী। শিলচরে মহীতোষ পুরকায়স্থের একটি আবক্ষ মূর্তি স্থাপনের জন্য শিবব্রত দত্ত কে সভাপতি ও রসরাজ দাসকে সাধারণ সম্পাদক করে একটি কমিটিও গঠন করা হয়।