শিলচর | মনিপুরের দাঙ্গায় আশ্রিতদের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ

< 1 - মিনিট |

সোনাই ও বিন্না কান্দি ঘাটে আশ্রিত দের মধ্যে ত্রান সামগ্রী বন্টন করলো ভারত সেবাশ্রম সঙ্ঘ

প্রকৃতি নিউজ কনসার্ন

শিলচর : মণিপুরের দাঙ্গায় ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যর্থে এগিয়ে আসছেন অনেক দল ও সংগঠন । পিছিয়ে নেই শিলচরের ভারত সেবাশ্রম সংঘ। উল্লেখ্য ভারত সেবাশ্রম সংঘের সাহায্য ও সেবা সমগ্ৰ ভারত তথা পৃথিবীর বিভিন্ন দেশে অব্যাহত রয়েছে। শনিবার মণিপুরের দাঙ্গায় ক্ষতিগ্রস্ত লোকদের ও মিজোরাম থেকে আসা ভীতসন্ত্রস্থ লোকদের সাহায্যর্থে এগিয়ে আসে শিলচরের ভারত সেবাশ্রম সংঘ।

কাছাড় জেলার সোনাই ও বিন্নাকান্দি ঘাটের অস্থায়ী শরণার্থী শিবিরগুলিতে ভারত সেবাশ্রম সংঘের তরফ থেকে চল্লিশটি পরিবারের মধ্যে ডাবল মশারী, ডাবল বেড কভার, ব্লেঙ্কেট, সহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়। ভারত সেবাশ্রম সংঘের এই ত্রাণ সামগ্রী প্রদানের সময় উপস্থিত ছিলেন স্বামী তত্বজ্জানানন্দ মহারাজ, স্বামী ব্রজেসানন্দ মহারাজ, সুশীল চক্রবর্তী, নারায়ন কংসবনিক, প্রদীপ শীল ও মাতৃমণ্ডলীর সেবিকা বৃন্দ

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *