কমিটি এবিষয়ে জেলা শাসকের সঙ্গে কথা বলবে
শিলচর – রবিবার মেহেরপুরে বৃহত্তর মেহেরপুর ডাম্পিং গ্রাউন্ড স্থানান্তর দাবি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি উদয় শংকর গোস্বামীর পৌরোহিত্যে আয়োজিত এই সভায় এই ডাম্পিং গ্রাউন্ডে বর্জ্য পদার্থ বৈজ্ঞানিক পদ্ধতিতে জ্বালানোর ব্যবস্থার কাজ শুরু না হওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়।
এতে কমিটির উপ সভাপতি বরিষ্ঠ সাংবাদিক হারাণ দে ক্ষোভ প্রকাশ করে বলেন যে এটি আন্ডার গ্রাউন্ড জল কে বিষাক্ত করে চলেছে তা সত্যি কার অর্থেই চিন্তার বিষয়। সভায় নব নিযুক্ত সাধারণ সম্পাদক সুনীল ভট্টাচার্য বক্তব্য রাখেন। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে বিষয়টি নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে জেলা শাসকের সঙ্গে কমিটির একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করবে।