করিমগঞ্জ | এলংজুরিতে সরকারি জমি দখল মুক্ত করতে বুলডোজার

< 1 - মিনিট |

বোলডজার চালিয়ে গুড়িয়ে দেওয়া হলো তিনটি মটর সার্ভিসিং সেন্টার সহ কয়েকটি ব্যবসায়ীক প্রতিষ্ঠানের ঘরের বারান্দা

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

করিমগঞ্জ: দীর্ঘ প্রায় ৪০-৫০ বছর ধরে অবৈধ ভাবে দখল করে আসা সরকারি জমি দখল মুক্ত করলো করিমগঞ্জ জেলা প্রশাসন। বোলডজার চালিয়ে গুড়িয়ে দেওয়া হলো তিনটি মটর সার্ভিসিং সেন্টার সহ কয়েকটি ব্যবসায়ীক প্রতিষ্ঠানের ঘরের বারান্দা।

গত কিছু দিন পূর্বে করিমগঞ্জ সদর সার্কেল এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে জমি ছেড়ে দিতে নোটিশ দেওয়া হলেও অবৈধ দখলকারী তৈরাব আলি ও তৈয়ব আলি জমি খালি না করায় সোমবার আসাম পুলিশ এবং সিআরপিএফ বাহিনীর উপস্থিতিতে বোলডজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনাগুলো। এদিনের এই উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন জেলা সদর সার্কেল অফিসার জয় ক্রিস্টান সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *