এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাঁদের শপথ বাক্য পাঠ করান মূখ্য বিচারপতি সন্দীপ মেহতা
গুয়াহাটি – মঙ্গলবার হাইকোর্টে এক অনাড়ম্বর অনুষ্ঠানে পাঁচ জন বিচারপতি শপথ নিয়েছেন। এরা হলেন কাখেতো সেমা ,দেবাশীষ বরুয়া মালাশ্রী নন্দী মারলি ভাঙকুঙ ও অরুন দেব চৌধুরী।নতুন বিচারপতিদের শপথ বাক্য পাঠ করান গৌহাটি হাইকোর্টের মূখ্য বিচারপতি সন্দীপ মেহতা।