প্ল্যাকার্ড নিয়ে জুনিয়র ডাক্তাররা বিগত পাঁচদিন ধরে স্লোগান দিচ্ছেন, ‘ন্যায়বিচার ছাড়া, কোনও সেবা নয়’| নিজেদের সিদ্ধান্তে অনড় থেকে আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা শনিবার সকালে নিজেদের মধ্যে আলোচনা করে জানিয়ে দিলেন, নবান্নে বৈঠকে যাচ্ছেন না তাঁরা
জট কাটতেই চাইছে না| পঞ্চম দিন অর্থাত্ শনিবারও চিকিত্সক নিগ্রহের প্রতিবাদে অচলাবস্থা চলছে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে| কর্মবিরতির সিদ্ধান্তে অনড় এনআরএস হাসপাতালের জুনিয়র চিকিত্সকরা| হাতে প্ল্যাকার্ড নিয়ে জুনিয়র ডাক্তাররা বিগত পাঁচদিন ধরে স্লোগান দিচ্ছেন, ‘ন্যায়বিচার ছাড়া, কোনও সেবা নয়’| নিজেদের সিদ্ধান্তে অনড় থেকে আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা শনিবার সকালে নিজেদের মধ্যে আলোচনা করে জানিয়ে দিলেন, নবান্নে বৈঠকে যাচ্ছেন না তাঁরা| তাঁদের মতে, রাজ্যের সাম্প্রতিক এই পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রীই দায়ী| তাই ডাক্তারদের কাছে মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে এবং নিরাপত্তার ব্যবস্থা করতে হবে| শনিবারও এনআরএস হাসপাতালে বন্ধ রয়েছে আউটডোর পরিষেবা| তবে, খোলা রয়েছে জরুরি বিভাগ| একই পরিস্থিতি কলকাতা মেডিক্যাল কলেজ ও এসএসকেএম হাসপাতালেও|
নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিত্সক নিগ্রহের প্রতিবাদে আগামী সোমবার (১৭ জুন) দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)| একমাত্র জরুরি বিভাগ ছাড়া ওই দিন হাসপাতালের সমস্ত বিভাগ বন্ধ থাকবে| এমতাবস্থায় এনআরএস হাসপাতালে কর্মবিরতিতে অনড় চিকিত্সকদের যাবতীয় দাবিদাওয়া পূরণ করার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে মাত্র ৪৮ ঘন্টার সময়সীমা দিল এইমস-এর রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন| আর ৪৮ ঘন্টার মধ্যে যদি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ডাক্তারদের দাবিদাওয়া পূরণ করতে না পারে, তবে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে এইমস-এর চিকিত্সকদের সংগঠন|